প্রতিদিনের ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।গুম্মি শহরের কাছে কৃষি জমিতে যাওয়ার জন্য ৭০ জন কৃষককে নিয়ে নদী পার হওয়ার সময় একটি কাঠের নৌকা ডুবে যায়। স্থানীয় কর্তৃপক্ষ শিগগরিই উদ্ধার অভিযানের জন্য বাসিন্দাদের ডেকে আনেন। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, ‘গুম্মি স্থানীয় সরকার এলাকায় দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটেছে।’তিনি আরও বলেন, জরুরী দলগুলো তাদের অনুসন্ধান অভিযান আরও জোরদার করেছে।তথাকথিত স্থানীয় শাসক জানান, কৃষিজমিতে যাওয়ার জন্য প্রতিদিন ৯শ’র বেশি কৃষক নদী পার হওয়ার ওপর নির্ভরশীল। তবে সেখানে মাত্র দুটি নৌকা রয়েছে, যেগুলোতে প্রায়ই উপচে পড়া ভিড় হয়।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জামফারা রাজ্যটি ইতোমধ্যেই খনিজ সম্পদ নিয়ন্ত্রণের জন্য অপরাধী চক্রের অত্যাচারে জর্জরিত। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণেও সেখানে মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। দুই সপ্তাহ আগে, বন্যায় ১০ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছিল।