২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক থাকবে গম্ভীরের ভারত?

প্রতিদিনের ডেস্ক॥
দায়িত্ব নেওয়ার পর হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। সিরিজ শুরু ১৯ সেপ্টেম্বর। প্রথম মিশনে গম্ভীর তার কৌশলে স্বভাবসুলভ আক্রমণাত্মক মনোভাব ধরে রাখবেন বলে মত সাবেক ব্যাটার অজয় জাদেজার। তিনি মনে করেন, লাল বলের ক্রিকেটেও নিজের অ্যাপ্রোচ পরিবর্তন করবেন না গম্ভীর। সম্প্রতি পাকিস্তানের মাটিতে দুই টেস্টের ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে। ব্যাপারটা জাদেজা নিজেও জানেন। কিন্তু তার বিশ্বাস শান্তদের ওপর নিজেদের আধিপত্য ধরে রাখতে সমর্থ হবে ভারতীয় দল। পিটিআইকে জাদেজা বলেছেন, ‘এটা সুস্পষ্ট গম্ভীরের অ্যাপ্রোচ কিন্তু খুবই আক্রমণাত্মক। এটা নিশ্চিত আসন্ন সিরিজে তাকে ঘিরে কোনও ধরনের নিষ্প্রভ মুহূর্ত থাকবে না। সে সব সময়ই চেষ্টা করে। ফলে যা সে বিশ্বাস করে, সেটাই করার চেষ্টা করবে।’ কৌশলগত দিক দিয়ে গম্ভীরের বৈশিষ্ট্য কেমন সেটাকেই গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। তার মতে, ‘ও এমন একজন, যে চুপচাপ সব কিছু হতে দিতে চাইবে না। কিছু করে দেখাতে চাইবে। যেমনটা দেখেছি, সূর্যকুমারকে হঠাৎ অধিনায়ক করার বেলায়। এই বছর রোমাঞ্চকর যা হতে যাচ্ছে, সেসব দেখার অপেক্ষায় থাকলাম।’ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের আক্রমণাত্মক কৌশলে অটুট রয়েছেন গম্ভীর। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাতে ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে হেরেছে ২-০ ব্যবধানে। এখন লাল বলে তার সামনে বড় পরীক্ষা। বাংলাদেশ পাকিস্তানকে হারালেও প্রতিপক্ষ হিসেবে ভারতের পার্থক্য রয়েছে বলে মনে করেন জাদেজা, ‘যে কোনও দল জিতে আসার পর মনে করবে তারা জিততে পারবে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ও ভারতীয় দলের সঙ্গে একটা পার্থক্য আছে। ভারতীয় দল কিন্তু অনেক ভালো দল।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়