২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শরীরের লোম দাঁড়িয়ে যায়, কি বলছেন বিশেষজ্ঞরা!

প্রতিদিনের ডেস্ক॥
কখনও কোনও গল্প শুনতে শুনতে বা কোনও গানের সুরে অথবা অন্য কোনও কারণে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। যদি মাঝে মাঝেই এমন হয় আপনার সঙ্গে, তাহলে অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদন আপনার জন্য৷ কারণ এই বিষয়টি নিয়েই প্রচলিত রয়েছে বহু কথা৷ ইংরেজিতে যা ‘গুসবাম্পস’ নামে পরিচিত৷ অনেক বিশেষজ্ঞদের মতে, যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তারা কিন্তু আর পাঁচজন মানুষের থেকে কিছুটা আলাদা৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথু স্যাচের মতে, এই ধরনের বিশেষ অনুভূতিসম্পন্ন ব্যক্তিদের মস্তিষ্কের সঙ্গে অন্যান্যদের মস্তিষ্কের অনেক পার্থক্য। এদের মস্তিষ্ক আবেগ-অনুভূতিকে বিশেষভাবে গ্রহণ করতে পারে। তাই এই ধরনের মানুষদের একটু ‘বিশেষ’ বলে গণ্য করা হয়ে থাকে। এই বিষয়ে ম্যাথু ২০ জন পড়ুয়ার ওপর পরীক্ষা করেন, যার মধ্যে ১০ জনের মিউজিক শুনে গায়ে কাঁটা দেয় এবং অন্য ১০ জন তেমন কিছু অনুভব করে না৷ তাই সবার যে এই অনুভূতি রয়েছে তা বোধ হয় বলা যাবে না৷

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়