প্রতিদিনের ডেস্ক॥
আরজি কর-কাণ্ডের পর অনেক তারকাই হেনস্তা নিয়ে মুখ খুলেছেন। এবার এক সাক্ষাৎকারে এক ঘটনার কথা জানান বলি অভিনেত্রী এষা দেওল। ২০০৫ সালে তার ছবি ‘দশ’-এর প্রিমিয়ার চলছিল। কড়া নিরাপত্তার মধ্যেই ছিলেন তিনি। তবুও এক ব্যক্তি তাকে অশালীনভাবে স্পর্শ করে। এষা বলেন, সঙ্গে সঙ্গে আমি ওই ব্যক্তির হাত ধরে ফেলি। ভিড় থেকে টেনে গালে এক থাপ্পড় বসিয়ে দিই।