২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এক পোয়া কাঁচামরিচ ৮০ টাকা!

প্রতিদিনের ডেস্ক:
ঢাকার বিভিন্ন বাজারে আবারও কাঁচা মরিচের দাম বেড়েছে। দুদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ থেকে ১৬০ টাকা বেড়েছে। এখন প্রতিকেজি ৩০০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরায় এক পোয়ার (২৫০ গ্রাম) দাম যেখানে ৮০ টাকা।খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার চেয়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। কয়েকদিনের বৃষ্টিতে এ অবস্থা তৈরি হয়েছে। কৃষকদের কাছ থেকেই বেশি দামে কাঁচা মরিচ কিনতে হচ্ছে। এতে প্রভাব পড়েছে খুচরা বাজারেও।এদিকে, মরিচ চাষিরা বলছেন, এর আগে খরায় গাছের পাতা কুঁকড়ে যাওয়ায় কাঁচা মরিচের ফলন আশঙ্কাজনকভাবে কমে গেছে। এরপর গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে মরিচ পচে নষ্ট হয়েছে। এখন বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করলেও ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা।সেগুনবাগিচায় সবজি বিক্রেতা ইউনুস হোসেন বলেন, শনি-রোববার মরিচ ২০০ টাকা কেজি বিক্রি করেছি। সোমবার পাইকারি-ই গেছে ২৬০ টাকা, আমরা বিক্রি করেছি ৩০০ টাকা। আজ পাইকারি ৩০০ টাকা আমরা ৩৬০ টাকা করছি।কাঁচামাল আড়তের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে মরিচের সরবরাহ কম। ভারত থেকেও মরিচের আমদানি কম হচ্ছে। এ কারণে খুচরা বাজারেও কাঁচা মরিচ কম।
কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ২৬০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হয় গতরাতে। আর খুচরায় তা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে, মৌসুমে মরিচের এমন দামে অস্বস্তির মধ্যে পড়েছেন সাধারণ ক্রেতারা। এক সপ্তাহ আগেও প্রতি কেজি মরিচ ১৬০ থেকে ২০০ টাকায় কিনেছেন তারা। এখন দাম বাড়ায় অনেকে অল্প পরিমানে মরিচ কিনছেন। ৫০/১০০ গ্রাম মরিচ কিনতে দেখা গেছে অনেককে।সামাদ নামে একজন ক্রেতা বলেন, এখন ২৫০ গ্রাম মরিচ কিনতেই লাগছে ৮০ টাকা। এটা সবার সাধ্যের মধ্যে নেই। একটু বৃষ্টি হলেই মরিচের দামে এমন অবস্থা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়