২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যখন প্রয়োজন হেয়ার ট্রিম

প্রতিদিনের ডেস্ক:
আমাদের সৌন্দর্যের অনেকটা জায়গা দখল করে আছে চুল। চুল ছোট বা বড় যেমনই হোক তা থাকতে হবে স্বাস্থ্যোজ্জ্বল-ঝলমলে আর কাটটাও চাই ঠিকঠাক।কিন্তু চুলের স্টাইল করার কিছু দিনের মধ্যেই আগাগুলো লম্বা হয়ে যায়। এই সময়টা দেখতে খারাপ লাগে। তখন প্রয়োজন চুল ট্রিম করে বা আগা ছেঁটে নেওয়া। আর এ ধরনের সমস্যা বেশি দেখা যায় লেয়ার, ভলিউম লেয়ার, স্টেপ ও ব্যাংগস কাট করানো হলে। অনেকেই মনে করেন, ট্রিম করা মানে আবারো চুল কাটা, কিংবা এক-দুই ইঞ্চি কেটে ফেলবে। পার্লারে গিয়ে আপনি কতটুকু চুল ছাঁটতে চান তা আগে বুঝিয়ে বলতে হবে। চুলে যে কাট ছিল, সেটিও বলে নিন। সাধারণত তিন মাস পর চুলের আগা ছাঁটতে হয়। কিন্তু লেয়ার কাট, ভলিউম লেয়ার, ভলিউম স্টেপ, ডিপ ইউ কাট থাকলে দুই মাস পরপর ট্রিম করিয়ে নিন। এতে সব সময়ই চুলে থাকবে বাড়তি বাউন্স আর আপনি পাবেন কাঙ্ক্ষিত লুক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়