প্রতিদিনের ডেস্ক:
স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার আমার মতো বিশ্বের দুইশ কোটি মানুষের বেশি প্রতিনিয়ত প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।হোয়াটসঅ্যাপে সারাক্ষণ নানান জনের সঙ্গে কথা বলছেন। কিন্তু কার সঙ্গে সবচেয়ে বেশি কথা হচ্ছে জানেন কি? এটা কিন্তু হোয়াটসঅ্যাপই আপনাকে জানিয়ে দিতে পারবে কয়েকটা ক্লিকেই। চলুন জেনে নেওয়া যাক উপায়->> প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।>> উপরের দিকে থাকা তিনটি ডটের উপর ক্লিক করতে হবে।>> তারপর সেখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে।>> সেখানে অনেকগুলো অপশনের মধ্যে পাবেন স্টোরেজ এবং ডেটা নামে একটি বিকল্প। এবার সেটার উপর ক্লিক করতে হবে। >> এরপর সেখানে ম্যানেজ স্টোরেজ বিকল্প পাবেন, সেটিতে ক্লিক করুন।>> ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনি একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। এরপর যার সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়, তার নামটি তালিকার একেবারে প্রথমেই পাবেন।>> এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের স্টোরেজও খালি করতে পারবেন।