১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

২০ বছরের জন্য নিষিদ্ধ হলেন লঙ্কান কোচ

প্রতিদিনের ডেস্ক॥
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলীপ সামারাবিরাকে বড় শাস্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সিএ। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত নিন্দনীয় আচরণের কারণে ভিক্টোরিয়া রাজ্য নারী দলের এই কোচকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সিএ বা এর অধীনে থাকা কোনো প্রতিষ্ঠানে আগামী ২০ বছর কোনো কাজ করতে পারবেন না সামারাবিরা। ভিক্টোরিয়া রাজ্য নারী ক্রিকেটের কোচিং স্টাফে দায়িত্ব পালনকালে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন সামারাবিরা। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে সাজা দিয়েছে সিএ। কিছুদিন আগে তিনি এক ব্যক্তিকে তার অধীনে ভিক্টোরিয়া দলে নিয়োগ দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেছিলেন।
ফলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সিএ’র কাছে তাকে নিয়ে অভিযোগ করে। এর পাশাপাশি ভিক্টোরিয়া নারী দলের এক ক্রিকেটার তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছেন। এই অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে নিয়েছে সিএ। এই ব্যাপারে ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেছেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা সমর্থন করি। আমরা মনে করি, সামারাবিরা যে আচরণ করেছে, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে একপ্রকার বিশ্বাসঘাতকতা। তার আচরণের শিকার হওয়া ব্যক্তির প্রতি আমরা সহানুভূতিশীল। তিনি সামারাবিরার বাজে আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে ক্রিকেট ভিক্টোরিয়া যেকোনো কর্মীরই নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। আমরা কখনোই কারও কাছ থেকে এ ধরনের আচরণ সহ্য করব না।’ ৫২ বছর বয়সী সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। একেবারেই সাদামাটা ক্যারিয়ারে তার কোনো হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়