প্রতিদিনের ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন চীনা চিকিৎসক দল।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় চীনের ১০ সদস্যের চিকিৎসক দলটি ঢাকা মেডিকেলে আসেন। তারা ঢামেকের বার্ন ইউনিট ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ২০ জন রোগীর চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।এ সময় তারা ঢামেকের চিকিৎসাসেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। গুরুতর আহত রোগীদের চিকিৎসাসেবা দিতেও আগ্রহ প্রকাশ করেন তারা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, চীনা মেডিকেল টিম আমাদের অস্ত্রোপচারকক্ষ (ওটি) মানসম্মত আছে কি না বা তারা এখানে কাজ করার সময় অন্য কোনো যন্ত্রপাতি আনলে সেগুলো ঠিকভাবে সমন্বয় করতে পারবে কি না এ বিষয়ে আলোচনা করছেন।তিনি বলেন, প্রয়োজনে মেডিকেল সাপোর্ট দিতে তারা সম্মত আছেন। চীনের বিশেষজ্ঞ দলটি হাসপাতাল ভিজিট শেষে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন। পরবর্তীতে চিকিৎসাসেবার বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।

