২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪৯২

প্রতিদিনের ডেস্ক॥
২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত শুরুর পর এক দিনে এত মানুষ মারা যায়নি। ইসরায়েলের সেনা দক্ষিণ ও পূর্ব লেবাননের বাসিন্দাদের সাবধান করে বলেছে, তারা যেন নিরাপদ জায়গায় চলে যায়। কারণ, হিজবুল্লার বিরুদ্ধে তাদের আক্রমণ আরো তীব্র হবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে ৪৯২ জন সোমবার ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে, তার মধ্যে ৫৮ জন নারী এবং ৩৫ জন শিশু। আহত হয়েছে এক হাজার ৬৪৫ জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রেকর্ড করা বার্তায় বলেছেন, লেবাননের সাধারণ মানুষ যেন ইসরায়েলের পরামর্শ মেনে নিরাপদ জায়গায় চলে যায়। তারা যেন এই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়। সিডন শহর থেকে মানুষ নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছে। নেতানিয়াহু বলেছেন, ‘দয়া করে আপনারা চলে যান। আমাদের অপারেশন শেষ হলে আপনারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।’ এরপর দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ ঘর ছেড়েছে। দক্ষিণ লেবাননের বন্দর শহর সিডনের রাস্তা গাড়িতে ভর্তি। ২০০৬ সালের পর থেকে এ রকম দৃশ্য দেখা যায়নি। ইসরায়েলের সামরিক মুখপাত্র হাগারি বলেছেন, হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত থেকে দূরে সরাতে যা করার দরকার তা সেনা করবে। তিনি দাবি করেছেন, সোমবার বিমান হামলায় হিজবুল্লাহর প্রচুর ক্ষতি হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে ইসরায়েল স্থলপথেও লেবাননে ঢুকবে।তিনি বলেছেন, ‘আমরা আমাদের কাজে সাফল্য পেতে যা করার দরকার সেটাই করব।’ তার দাবি, ‘অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ৯ হাজারের বেশি ড্রোন ও রকেট ছুড়েছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়