৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিজয়ের মুকুট রিয়ার মাথায়

প্রতিদিনের ডেস্ক॥
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪’ এর মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়া সিং। গত রোববার ভারতের রাজস্থানের জয়পুরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবারের ফাইনাল আসর। এতে সবাইকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪’ খেতাব পেয়ে যান রিয়া। এদিন ১৯ বছর বয়সী রিয়াকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী ও ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী উর্বশী রাউতেলা। মুকুট জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিয়া বলেন, আজ মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪’র মুকুট জয় করেছি। আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ। এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছি। এই মুকুটের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করি। আমি আগের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি। চলতি বছর ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র বিচারকের দায়িত্বে ছিলেন উর্বশী। বিজয়ের মুকুট পরিয়ে দিয়ে এ অভিনেত্রী বলেন, এ বছর মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনবে ভারত। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন প্রাঞ্জল প্রিয়া, দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন ছাবি ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন, সুস্মিতা রায় ও রূপফুজানো হুইসো। চলতি বছরের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ইউনিভার্স-২০২৪, সেখানেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়