৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিএফইউজের সভাপতি বরেন্য সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যু : শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে সভাপতি বরেণ্য সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক প্রতিদেনের কথা পরিবারের সম্পাদক-প্রকাশকসহ সকল সদস্য ও সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা বলেন, বাংলাদেশে বৈষম্যের শিকার নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ে সম্মুখভাগের সাহসী সাংবাদিক নেতা ছিলেন প্রয়াত রুহুল আমিন গাজী। তার মৃত্যুতে সাংবাদিকদের অধিকার আদায়ের জায়গায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরনীয়। তারা বলেন, মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার রাত নটায় ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি চাঁদপুরে দ্বিতীয় জানাজা ও দাফনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়