২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরের মিঠু হত্যা মামলায় দুই আসমি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের আড়পাড়ার জাহাঙ্গীর আলম মিঠু হত্যা মামলায় আত্মসমর্পণকারী দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, আড়পাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুজন হোসেন ও মৃত চান্দালী মোল্লার ছেলে শিমুল হোসেন দুখু। মামলার অভিযোগে জানা গেছে, গত ৯ আগস্ট রাতে জাহাঙ্গীর আলম মিঠু আড়পাড়ার গ্রামের উত্তর পাড়ায় খুন হয়। এ ঘটনায় নিহতের পিতা মোদাচ্ছের আলী ৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এর মধ্যে ২ জনকে পুলিশ আটক এবং ১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছিল। বুধবার এ মামলার অপর দুই আসামি সুজন হোসেন ও শিমুল হোসেন দুখু পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়