১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

৩০ লাখ টাকা আত্মসাত দুই জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
ঠিকাদারি ব্যবসায় পাটনারের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার মণিরামপুরের কাশিমনগর গ্রামের শামীম হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল শ্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। আসামিরা হলো, যশোর শহরের নাজির শংকরপুরের শেখ আফছার আলীর ছেলে আনোয়ার হোসেন ও সদরের হামিদপুর গ্রামের বাওড়পাড়ার মৃত আবুল হকের ছেলে খোরশেদ আলম। মামলার অভিযোগে জানা গেছে, আসামি আনোয়ার হোসেন টেন্ডারের মাধ্যমে বিভিন্ন গাছ ক্রয়ের ব্যবসা করেন। আনোয়ার হোসেনের সাথে শামীম হোসেনর পূর্বে পরিচয় ছিল। দুই বছর আগে আনোয়ার হোসেন এক সাথে ঠিকাদারী ব্যবসা করার জন্য শামীমকে প্রস্তাব দেন। শামীম তার প্রস্তাবে রাজি হয়ে ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন। লভ্যাংশসহ আনোয়ার হোসেনর কাছে ৩০ লাখ টাকা পাওনা হয় শামীমের। এ টাকা না দিয়ে আনোয়ার হোসেন তাকে ঘোরাতে থাকে। গত ২৪ সেপ্টেম্বর সালিসে আনোয়ার হোসেন ও খোরশেদ আলম এ টাকা দিবেনা বলে হুমকি দিয়ে চলে আসে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়