প্রতিদিনের ডেস্ক॥
পোষা মোরগের পায়ের নখে নেলপালিশ করিয়েছেন কখনও? আপনি করুন, আর না-ই করুন। অদ্ভুত এ ঘটনা সম্প্রতি এক চীনা নারী ঘটিয়েছেন। মোরগকে নেলপালিশ করানোর পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন। ইতোমধ্যেই তা ভাইরাল হয়েছে। খবর অডিটিসেন্ট্রালের। চীনের সাংহাই প্রদেশের এ বাসিন্দার নাম য়ি য়ি। সম্প্রতি তিনি তার পোষা মোরগকে একটি সেলুনে নিয়ে নেলপালিশ করিয়েছেন। তারপর অতিরিক্ত লাইকের আশায় তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। মোরগটির নখে নেলপালিশ করাতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেখা যায়, তার একেকটি নখে একের রঙের নেলপালিশ করা হয়েছে।

