প্রতিদিনের ডেস্ক॥
সমাজমাধ্যমে একের পর এক হুমকিবার্তা পাচ্ছেন ওপার বাংলার টিভি ধারাবাহিকের অভিনেত্রী রূপা ভট্টাচার্য। তার অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি তিনি। রূপা জানান, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই তিনি শামিল। কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নয়। ব্যক্তিগত অনুভূতি থেকে। তার দাবি, প্রতিবাদে শামিল হওয়ার পর থেকেই সমাজমাধ্যমে কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে।

