ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের আওতায় নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়নের জন্য নারী সুশীল সমাজ এবং স্থানীয় পরিষেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্চের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নারী সামাজিক এসোসিয়েশনের উপজেলা সভাপতি মাফরুহা আকবার শিল্পী। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উলাশী সৃজনী সংঘের রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিদ হারুন অর রশিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সালাউদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম, প্রানী সম্পদ সম্প্রসারন অফিসার ডাঃ আব্দুর রহমান শেখ, তথ্যসেবা কর্মকর্তা রোকসানা সুলতানা, উপসহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন, নারী সামাজিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, উপজেলা ফিল্ড কো-অডিনেটর নার্গিস আক্তার, ফিল্ড কো-অডিনেটর বোমকিম চন্দ্র রায়, কৃষি উদ্যোক্তা সুরুজ মিয়া, কীটনাশক ব্যবসায়ী শফিকুল ইসলাম ভাটা, সিআইজি পতিত পবন পাল প্রমুখ।

