২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

উইনির উদ্যোগে সম্পন্ন হলো দক্ষতা উন্নয়ন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক॥
২৭ সেপ্টেম্বর শুক্রবার যশোরস্থ সংগঠন আইডিয়া তে অনুষ্ঠিত হয় ‘Soft Skill Development’ এর উপর দিনব্যাপী কর্মশালা। আইডিয়ার অঙ্গসংগঠন- ‘বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (WINI)’র আয়োজনে উক্ত কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো হামিদুল হক। কর্মশালায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি তে তিনি শেখান পাবলিক স্পিকিং, যোগাযোগ দক্ষতা, ফেসবুক লাইভ করার নিয়মাবলি সহ নানান বিষয়। তিনি বলেন, ‘বর্তমান সময়ে শুধু একাডেমিক সার্টিফিকেট এর ভিত্তিতে চাকরি পাওয়া যায় না বলেই বেকারত্বের হার বাড়ছে প্রতিনিয়ত। কার্যতই সফট স্কিলস ব্যতিরেকে আমরা মূর্খ। এখনকার সময়ে যদি বেসিক ভিডিও এডিটিং, কথা বলা, যোগাযোগ দক্ষতার মতো দক্ষতা না থাকে, তাহলে যেকোন পেশাতে ই পিছিয়ে যাবে সবাই। এজন্যই আমি প্রতিনিয়ত আমার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মনোযোগী করার চেষ্টা করি।”
বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (উইনি)র সিইও মল্লিকা আফরোজ বলেন, ‘শিক্ষার্থী হিসেবে এখন অনেক ভালো করে জানি শুধু মুখস্ত বিদ্যায় একাডেমিক রেজাল্ট-ও ভালো হয়ন।একাডেমিক ভাবে ভালো করতেও প্রেজেন্টেশন জানতে হয়, কম্পিউটার, ভার্চুয়াল ওয়ার্ল্ড সবকিছু সম্পর্কে জ্ঞান রাখতে হয়! এজন্যই উইনি গ্রুপের আয়োজনে ‘IDEA Soft Skill Development Course’ শিরোনামে একটি পূর্ণাঙ্গ কোর্স ই রেখেছি আমরা। মাত্র ২ মাসে এখানকার শিক্ষার্থীরা ২০ টির ও বেশি লেসন পেয়ে নিজেদের দক্ষতা অর্জনের পথে এগিয়ে যায়। এই কোর্সের ২য় ব্যাচে ভর্তি চলমান রয়েছে, সে সূত্র ধরেই আজকের কর্মশালা।’
কর্মশালাতে উপস্থিত একজন শিক্ষার্থী লিটন বিশ্বাস বলেন, ‘অবাক লাগছে, এতদিন জানতাম কোন ভুলের জন্য আমার কথা শ্রুতি মধুর হয়না। এখন জানলাম কীভাবে সামনে দাঁড়িয়ে সকলের মনোযোগ নেওয়া সম্ভব।’ সাজিদা খাতুন নামে একজন পেশাজীবি বলেন, ‘আগ্রহের বশে কর্মশালা তে এসেছিলাম। কিন্তু বুঝলাম নিশ্চিত অন্ধকারে থাকতাম যদি আজ না আসতাম। এখন শিখলাম আমার কর্মক্ষেত্রে আমি কেন পিছিয়ে, জানলাম নিজের আত্মবিশ্বাস অর্জনের মাধ্যম।কর্মশালার শেষে সকলের হাতে অভিজ্ঞতা সনদ তুলে দিয়ে সমাপনী হয় দিনব্যাপী কর্মশালার।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়