২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইলে তিন বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে শহরের একটি কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য ও ৫নং ওয়াডের বাসিন্দা জুয়েল জমাদ্দার।এ সময় পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম সর্দার, তরিকুল জমাদ্দার, রেজওয়ানুল ইসলাম,আবির হোসেন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠকালে জুয়েল জমাদ্দার বলেন, হাসিনার পতন হয়ে দেশ স্বাধীন হলেও তার প্রেতাত্মা এবং দোসররা এখনো দেশের প্রত্যেক জায়গায় বিদ্যমান। এরা দলের নাম ভাংগিয়ে মামলা বানিজ্য, দোকান পাট, জমি দখল ও খুব গোপনে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। যেমন- আমরা নড়াইল পৌরসভার ৫ নং ওয়াডের ভওয়াখালী গ্রামের স্থায়ী বাসিন্দা। আমাদের জমাদ্দার বংশের প্রায় ১০০ ভাগই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা সক্রিয়ভাবে বিএনপি পোষ্টধারী এবং ব্যাবসায়ী, সমাজ সেবক ও চাকুরীজিবী। গত ইং ০৯/০৯/২০২৪ তারিখে নড়াইল সদর থানায় একটি মামলা রুজু হয়। এই মামলাটি সম্পূর্ন মিথ্যা, ষড়যন্ত্র এবং হয়রানিমূলক। এই মামলার আসামীদের মধ্যে প্রায় সকলেই বিএনপি করে এবং বিগত আওয়ামী সরকার আমলে ষড়যন্ত্রের শিকার। উক্ত মমলাটি যে সকল কুশিলবের ইন্ধনে থানায় মামলা রুজু হয়েছে সে সকল কুশিলবের ব্যক্তিগত ও রাজনৈতিক চরিত্র সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি। মূলত ভওয়াখালী গ্রামের নিবাসী মোঃ ফরিদ বিশ্বাস ৩ সন্তানের জনক এবং মেয়াদ উত্তীর্ণ জেলা ছাত্রদলের সভাপতি এবং ফরিদ বিশ্বাসের বিশ্বাস গোষ্ঠী ৯৯% আওয়ামীলীগ করে। আরও তার সাথে জড়িত আছে বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খুব গোপন ও ঠান্ডা মাথার চাঁদাবাজ শাহারিয়ার রিজভী জর্জ ও সাবেক জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও দীর্ঘদিন জাসদ ছাত্রলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ও বর্তমান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল। এই জুলফিকার আলী মন্ডল বিগত বিএনপি সরকারের আমলে বিএনপির নাম ভাংগিয়ে নড়াইল জেলা বাস মালিক সমিতির দীর্ঘদিন সাধারন সম্পাদক ছিলেন। অভিযোগের বিষয়ে ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস জানান, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য প্রতিপক্ষরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।জুলফিকার আলী মন্ডল এবং শাহরিয়ার রিজভী জর্জ তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে দাবি করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়