২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ও প্রসূতি মাকে নগদ অর্থ সহায়তা প্রদান

বাগেরহাট প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত ও প্রসূতি মাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের হরিণখানা মাশুক জামে মসজিদ প্রাঙ্গণে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বাগেরহাট জেলা যুবদল নেতা অ্যাড. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ বশিরুল ইসলাম রতন, মাহামুদুল আলম সাগর, মিজানুর রহমান বাদশা, নুরুল হুদা সোহেল, শাহআলম প্রমূখ। আয়োজকরা জানান,বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার বাসিন্দা সম্মিলনী স্কুল মোড়ের সবজি বিক্রেতা মতলেব শেখ এর ছেলে হাছিব শেখ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার চিকিৎসার সহায়তায় নগদ ২৫ হাজার টাকা ও মুনিগঞ্জ এলাকার রিক্সাচালক পিন্টু শেখের স্ত্রী প্রসূতি মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকায় নবজাতক ও প্রসূতির চিকিৎসা ও সুষম খাবারের জন্য ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা পাওয়া ওই দুই পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়