২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ার পার-শালনগর গ্রামে পুকুরের পানিতে পড়ে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা খানম পার-শালনগর গ্রামের ফজলু রহমানের মেয়ে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাঁসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যু ঘটনাটি শুনেছি। পরে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়