প্রতিদিনের ডেস্ক॥
যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘ধুম ফোর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এটি হতে চলেছে তার ক্যারিয়ারের ২৫তম সিনেমা। ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রোডাকশন স্টেজে আছে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবে যা আগে দেখেনি কেউ। ২০২৫-এ শুরু হবে ‘ধুম ফোর’-এর শুটিং।

