প্রতিদিনের ডেস্ক:
লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েল ৬৪ বছর বয়সী নাসরাল্লাহকে হত্যার দাবি করার কয়েক ঘণ্টা পর, ঘটনার সত্যতা স্বীকার করে, এ প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ’র ভূগর্ভস্থ সদর দফতরে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি।এক বিবৃতিতে লেবানিজ গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে, তাদের নেতা বৈরুতের দক্ষিণ অঞ্চলে বিশ্বাসঘাতক ইহুদি হামলায় ফলে নিহত হয়েছেন।বিবৃতিতে বলা হয়, নাসরাল্লাহ প্রায় ৩০ বছর ধরে যে পথ পরিচালনা করেছিলেন, সেই পথের মহান ও অমর শহিদ সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন তাদের নেতা।শত্রুর বিরুদ্ধে পবিত্র যুদ্ধ চালিয়ে যাবে এবং ফিলিস্তিনকে সমর্থন করবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।নাসরাল্লাহ হত্যার পর আঞ্চলিক যুদ্ধ অনিবার্য বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার সন্ধ্যায় বৈরুতের দক্ষিণ অঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহ নেতাকে লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে। এতে কমপক্ষে ছয়টি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।২০০৬ সালের পর থেকে নাসরাল্লাহ খুব কমই প্রকাশ্যে দেখা যেত।প্রথমে বিষয়টি অস্বীকার করলেও, পরে নাসরাল্লাহ হত্যার ঘটনা স্বীকার করে হিজবুল্লাহ।

