২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শুটিং সেটে অপ্রীতিকর ঘটনা

প্রতিদিনের ডেস্ক॥
মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ শুটিংয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা ভাগ করে নিয়েছেন শুক্রবার রাতে। এক দীর্ঘ পোস্টে তিনি এ অপ্রীতিকর ঘটনার বর্ণনা দেন। মৌসুমী লিখেন, প্রায় ৩ বছর আগে পুবাইলে শুটিং করছি। তখন রাত ১২.৩০ প্রায়। পরিচালক আমাকে অনুরোধ করলেন, লোকেশনের পাশে মাটির ঘরে চেঞ্জ করার জন্য। কারণ বার বার মেকাপ রুমে গিয়ে চেঞ্জ করতে সময় লাগছিল। আমি রাজি হলাম। যদিও সেই ঘরটা সেফ নয়। তার উপর ছিটকানিও নাই দরজায়। ক্যামেরাম্যান মামা বললেন, মামু তুমি টেনশন নিও না। আমি বাইরে পাহারা দিচ্ছি। উনার কথা বিশ্বাস করে ঘরে ঢুকে সব জানালা বন্ধ করে দেই এবং দরজা চাপিয়ে দেই। কি যেন মনে করে ভাঁজ খুলে আমি শাড়িটা ওড়নার মতো কাঁধের উপর রেখে দেই এবং তখনই লাইটের একটা ছেলে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। আমি চিৎকার দিয়ে উঠি। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে বের হয়ে গিয়ে সরি বললো। মৌসুমী বলেন, এমন একটা জায়গায় কাপড় পাল্টাতে রাজি হলাম কারণ আমাকে কথা দেয়া হয়েছিল বাহিরে পাহারা দিবে। কিন্তু ছেলেটা উঠান পার হয়ে ঘরে ঢুকে গেল কেউ ওরে বললো না কিছু। আমি ঘরের ভেতরে থেকেই চিৎকার করছি ইউনিটের উপর। সেই ক্যামেরাম্যান মামা বিরক্তি নিয়ে বলে উঠলেন, আরে বাদ দে তো। ও ঢুকেই বের হইয়া আসছে। এইটুকু সময় আর কি দেখছে। ছেলেটাকে বললো- ওই তুই কিছু দেখেছিস? বলেই অসভ্যের মতো হাসতে লাগলো। সেদিন সর্বোচ্চ রিয়্যাক্ট করেছি সেটে। আমার কলিগের কাছে আমার ‘সম্ভ্রম’ এতটা তুচ্ছ? যদিও পরিচালক পুরো ঘটনা শুনে ওই চিত্রগ্রাহককে সেট থেকে বের
করে দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়