প্রতিদিনের ডেস্ক॥
বিয়ের সময় বহু প্রশ্ন উঠেছে সোনাক্ষী সিনহা-জহিরের সম্পর্ক নিয়ে। গুঞ্জন ওঠে ভিন্ন ধর্মে বিয়ে করছেন বলে অভিনেত্রীর পরিবার তা মেনে নিতে চায়নি। যে কারণেই প্রেমের কথাও লুকিয়ে রেখেছিলেন সোনাক্ষী এবং সাত বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এই জুটি। কোনোদিন তাদের একত্রে দেখা যায়নি। সামাজিকমাধ্যমেও নিজেদের সম্পর্ক প্রকাশের চেষ্টা করেননি তারা। অবশেষে ২০২৪ সালের ২৩শে জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্পর্ক সামনে আসলে বদ কিংবা কুনজর লাগতে পারে ভেবেই মূলত নিজেদের সম্পর্ক সবার সামনে আনেননি সোনাক্ষী। এ বিষয়ে অভিনেত্রীর দাবি, মা পুনম সিনহাকে সম্পর্কের কথা প্রথম খোলাখুলি জানিয়েছিলেন সোনাক্ষী। বাবা শত্রুঘ্ন সিনহাও প্রথম থেকেই চিনতেন জহিরকে। তবে বাইরের কেউ জানতে পারেননি এই সম্পর্কের বিষয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, খারাপ নজরের ভয় পেতাম। অর্থাৎ, সমাজকে বা পরিবারকে নয়, অভিনেত্রী ভয় পেতেন কোনো কুনজরের প্রভাবে তার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার! এমন উত্তরে প্রতিক্রিয়া তৈরি হওয়াই স্বাভাবিক। যদিও, মুহূর্তের মধ্যেই সোনাক্ষী বদলে নেন নিজের বক্তব্য। দাবি করেন, তিনি অভিনেত্রী হিসেবে যথেষ্ট প্রচারের আলোয় থাকেন। প্রেমের মতো ব্যক্তিগত বিষয়কে সকলের সামনে আনতে চাননি।

