প্রতিদিনের ডেস্ক:
ঢাকা: পদ্মাসেতু প্রকল্প এলাকার চার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।রোববার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন, ১৯৭৪ এর ৩(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পুনর্বাসন এলাকায় (মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর জেলা) স্থাপিত চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আদেশ জারির তারিখ থেকে সরকারি নিয়ন্ত্রণে আনা হলো।মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিছা পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয় ও কুমারভোগ পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয় ও মাদারীপুরের শিবচর উপজেলার বাকরেরকান্দি পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, অধিগ্রহণের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়সমূহের জমি, গৃহ অনুকূলে হস্তান্তরিত ও ন্যস্ত হয়েছে বলে গণ্য হবে। বিদ্যালয়গুলোর বর্তমান পরিচালনা কমিটি বিলুপ্ত হবে ও তদস্থলে সরকারি সিদ্ধান্তের আলোকে নতুন পরিচালনা কমিটি গঠন করা হবে।বিদ্যালয়সমূহের জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-শিক্ষিকার পদ সৃষ্টি করা হবে ও যে অনুযায়ী পদ সৃষ্টির পর প্রযোজ্য আনুষ্ঠানিকতা শেষে শিক্ষক/শিক্ষিকাদের সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে।