২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

৯ মাসেই বাবা-মাকে ছাড়িয়েছে পেঙ্গুইনটি

প্রতিদিনের ডেস্ক॥
পেঙ্গুইনটির নাম পেস্তো। মাত্র নয় মাস বয়সেই দৈত্যে পরিণত হয়েছে সে। ওজন সাড়ে ২২ কেজি। ইতোমধ্যে মেলবোর্নের সি লাইফ একুরিয়ামে বাবা-মায়ের চেয়েও আকারে বড় হয়ে গেছে কিং পেঙ্গুইন গোত্রভুক্ত পেস্তো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় তিন ফুট লম্বা পেস্তোর কাছে তার বাবা-মা বামনের মতো। পেস্তো দিনে চার বার খাবার খায়। প্রতিবার আটটি করে আস্ত মাছ খেতে দেওয়া হয় তাকে। একজন প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনের গড় দৈনিক খাবারের দ্বিগুণ খাবার সে এই বয়সেই খাওয়া শুরু করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়