প্রতিদিনের ডেস্ক॥
ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরবঙ্গের নদ-নদীগুলো। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির কয়েকটি ছবি শেয়ার করে সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারের সাহায্যের আহ্বান জানিয়েছেন।