প্রতিদিনের ডেস্ক॥
দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী। গানটির নাম ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান। বিলিভ থেকে প্রকাশ হতে যাওয়া এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে কয়েকদিন আগে। এদিকে এর আগে ইমরান-পড়শীর বেশকিছু দ্বৈত গানই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এবার নতুন এ গান প্রকাশ প্রসঙ্গে ইমরান মানবজমিনকে বলেন, আমার সঙ্গে পড়শীর গানগুলো অতীতে শ্রোতা-দর্শক বেশ পছন্দ করেছেন। তারই ধারাবাহিকতায় বিলিভ মিউজিক থেকে এ গানটি করা। গানটির কথা-সুর একটি ভিন্ন আঙ্গিকে করা। সেটা সবাই শুনলেই বুঝতে পারবেন। এদিকে ইমরান জানান, গানটির ভিডিও বড় পরিসরে দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে। এতে পারফরমও করবেন ইমরান-পড়শী। দ্রুতই হয়তো তার কাজ শুরু হবে। অন্যদিকে এ গান প্রসঙ্গে পড়শী বলেন, ইমরান ভাইয়ার সঙ্গে আমার দ্বৈত যতগুলো গানই হয়েছে শ্রোতা-দর্শক গ্রহণ করেছেন। তাই আমাদের ওপর হয়তো তাদের প্রত্যাশাটাও বেশি। এবার অনেকদিন পর আমরা আবার একসঙ্গে গান করলাম। অন্যরকম একটি গান হয়েছে। আমি আশাবাদী গানটি নিয়ে। জানা গেছে, ইমরান-পড়শীর ‘কথা একটাই’ শিরোনামের এ গানটি প্রকাশ পাবে পড়শীর ইউটিউব চ্যানেলে। পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফরমেও প্রকাশ হবে।