২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলবাড়ী বাজার মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেলুটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ। মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হক। বিএনপি নেতা যগেশ্বর কার্তিকের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ, স্থানীয় সাবেক চেয়ারম্যান সমারেশ হালদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুজিত অধিকারী।আরও বক্তব্য রাখেন, ঠাকুর দাস সরদার, সাবেক ছাত্রদল নেতা দীপংকর মন্ডল, সাইফুল ইসলাম, সন্তোষ কুমার গাইন, তারিক,ফয়সাল রাশেদ সনি প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গা উৎসব পালণ কালে যদি কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে সেক্ষেত্রে প্রশাসনকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়