প্রতিদিনের ডেস্ক॥
দ্রুতগতির বুলেট ট্রেনের জন্য বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে জাপানের। চোখের পলক ফেলার আগেই ট্রেন চলে যাওয়ার অনেক ভিডিও পাওয়া যায় নেট দুনিয়ায়। এছাড়া ট্রেনের ভেতরের ভিডিও-ও আছে অসংখ্য।
তবে জাপানের লোকাল ট্রেনের কথা খুব বেশি শোনা যায় না। সম্প্রতি রওনক শাহনি নামের এক ভারতীয় ব্লগার জাপানের একটি বিশেষ লোকাল ট্রেনের ভেতর ঘুরিয়ে দেখিয়েছেন। এতে দেখা গেছে দেশটির বিশেষ এই লোকাল ট্রেনটিও বেশ সুন্দর, গোছানো এবং ছিমছাম।
তিনি পুরো ট্রেনটি একটু একটু করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছেন। এই ট্রেনের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এই ব্লগার। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “এটি এটি লোকাল ট্রেন। যা কায়োতো এবং ওসাকার মধ্যে চলাচল করে।”