১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ফুসফুসে সংক্রমণ, হাসপাতালে ভর্তি

প্রতিদিনের ডেস্ক॥
ফুসফুসে সংক্রমণ হওয়ায় (পানি জমেছে) সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২ অক্টোবর) তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বদরুদ্দোজা চৌধুরীর মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে। আজ বুধবার সকালে তার (বদরুদ্দোজা চৌধুরী) ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড অব কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়