প্রতিদিনের ডেস্ক
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে দুটি নৌকা ডুবে ৪৫ অভিবাসী মারা গেছে এবং অনেকে এখনও নিখোঁজ রয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার একজন মুখপাত্র এই খবর জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ৩১০ জনকে নিয়ে নৌকাগুলো ইয়েমেন ছেড়েছে এবং এখনও পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, ‘তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে রাষ্ট্রীয় জরুরি পরিষেবাগুলোকে সাহায্য করছে।’ প্রতি বছর হাজার হাজার অভিবাসী আফ্রিকার হর্ন থেকে লোহিত সাগর পেরিয়ে তেল সমৃদ্ধ উপসাগরের দিকে যাত্রা করে। সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্বল অর্থনৈতিক সম্ভাবনা থেকে বাঁচতে তাদের এই যাত্রা। অনেকে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন। যেখানে তারা শ্রমিক বা গৃহকর্মী হিসেবে চাকরি পেতে পারেন। গত আগস্টে ইয়েমেনের তায়েজ জেলার উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়। যে অভিবাসীরা ইয়েমেনে পৌঁছায় তারা প্রায়ই তাদের নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন হয়। আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটিতে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে।
সূত্র : রয়টার্স