২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে আগুনে পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাট খানহাজান আলী মাজার মোড়ে একটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক। রবিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুদি দোকানী শেখ সৈকত হোসেনের দোকানে ধোঁয়া দেখতে পায়। মুহূর্তে কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর ডাক চিৎকারে আশে পাশের লোক জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করা হয় । পরে ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল সার্ভিসকে খবর দিলে অগ্নিনির্বাপক একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক শেখ সৈকত হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত সাড়ে ১২টার দিকে কামাল ফকির আমাকে ফোন দিয়ে বলে আমার দোকানে আগুন লেগেছে আমি সঙ্গে সঙ্গে চলে আসি এসে আগুন দেখতে পায়। এ সময় কয়েকবার বৈদ্যুতিক সংযোগ লাইনে বিস্ফোরণ ঘটে, এতে মুহূর্তে দোকানেও আগুন লেগে যায় এতে করে আমার দোকানের সব কিছু পুড়ে যায়। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই দোকানের আয় দিয়ে আমার সংসার চলে ছেলে মেয়ের লেখা পড়া সব কিছু এই দোকান দিয়ে।সব কিছু নিমিষেই শেষ হয়ে গেল এখন আমার পথে বাসতে হবে। বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শাহাবুদ্দিন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে । তবে ধারণা করা আগুনের সূত্রপাত শর্ট সার্কিট এর মাধ্যমে হয়েছে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়