১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শিল্পকলা একাডেমি থেকে জ্যোতিকে অব্যাহতি

প্রতিদিনের ডেস্ক॥
ক’দিন আগেই শিল্পকলা একাডেমি থেকে সহকর্মীদের তোপের মুখে বের হয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী ও প্রতিষ্ঠানটির গবেষণা ও প্রকাশনা বিভাগের চুক্তিভিত্তিক পরিচালক জ্যোতিকা জ্যোতি। সেই ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। এবার কর্মস্থল থেকে অব্যাহতিপত্র পেলেন এই অভিনেত্রী। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন গত সরকারের আমলে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বাতিল করা হলো অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। ৩০শে সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন
স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতি বিষয়টি অবগত হয়েছেন। এই প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতিপত্র পেয়ে এ অভিনেত্রী বলেন, প্রজ্ঞাপনের মধ্যদিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। ১লা অক্টোবর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। এতদিন তার সঙ্গে কাজের সুবাদে যুক্ত থাকা লেখক, গবেষক, প্রকাশকদের তিনি অনুরোধ করেছেন, কোনো প্রয়োজনে সরাসরি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে যোগাযোগ করার জন্য। জ্যোতি বলেন, দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। গত বছরের (২০২৩) ১৩ই মার্চ থেকে দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন জ্যোতি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়