২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পুরোনো ফোন বদলানোর আগে যেসব কাজ করা জরুরি

প্রতিদিনের ডেস্ক:
নতুন ফোন কেনার আগে বা পরে যে কাজটি সবাই করেন তা হচ্ছে, পুরোনো ফোনটি বিক্রি করা। তবে পুরোনো ফোন আপনি বিক্রি করুন বা অন্য কাউকে ব্যবহার করতে দিন তার আগে কয়েকটি কাজ অবশ্যই করুন। এতে বড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন।
জেনে রাখুন পুরোনো ফোন বদলানোর আগে যে কাজগুলো অবশ্যই করবেন-ডাটা ব্যাকআপ করুন ফোনে থাকা গুরুত্বপূর্ণ ফাইল, ছবি ও যোগাযোগের তথ্য ব্যাকআপ করে রাখুন।ফোন ফ্যাক্টরি রিসেট করুন সেটিংসে গিয়ে ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করুন, যাতে সব ডাটা মুছে যায়। ফোন একেবারে খালি করে, ব্যাকআপ অপশন ডিজএবল করে ফোনটা ফ্যাক্টরি রিসেট করতে হবে। তাতে কিনে আনার সময়ে যেমন ছিল, ফোন ঠিক সেরকমই ফাঁকা হয়ে যাবে-ইউজারও থাকবেন সুরক্ষিত।মেমরি কার্ড এবং সিম কার্ড সরান বিক্রির আগে আপনার মেমরি কার্ড এবং সিম কার্ড ফোন থেকে বের করে নিন।পাসওয়ার্ড ও লগইন তথ্য মুছে ফেলুন
ফোনে থাকা সব অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন এবং পাসওয়ার্ড মুছে ফেলুন।ব্যাক আপ মুছে ফেলুন কল লিস্ট, মেসেজের সঙ্গে অনেক ফোনে কল রেকর্ডিংয়েরও ব্যাক আপ থাকে। সব ডিলিট করে দিতে হবে। রাখতে চাইলে গুগল ড্রাইভে সেভ করা যায়। নতুন ফোনে ওই অ্যাকাউন্টে লগ ইন করলেই আবার তা অ্যাক্সেস করা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়