১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জ্যোতি-নাহিদার ‘১০০’

প্রতিদিনের ডেস্ক॥
ম্যাচটা শেষ হতেই মাটিতে মাথা ফেলে দিলেন নিগার সুলতানা জ্যোতি। ১০ বছর পর ম্যাচ জিতে আবেগ্লাপুত তিনি। এমন স্মরণীয় ম্যাচ আরেকটু বেশি মনে থাকবে দুজন ক্রিকেটারের। এক ম্যাচেই দুই ক্রিকেটার ছুঁয়েছেন মাইলফলক। টস করতে নেমেই শততম টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়েন নিগার সুলতানা জ্যোতি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই কীর্তি তার। স্কটল্যান্ডের ইনিংসের সময় সেঞ্চুরি ছুঁয়েছেন নাহিদা আক্তারও। এই অফ স্পিনার প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পেয়েছেন একশ উইকেট। ২০১৫ সালে পাকিস্তারের বিপক্ষে করাচিতে অভিষেক হয় নাহিদার। ৯ বছর ও ৮৮ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছেন নাহিদা। নিজের ৪১তম ম্যাচে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এখন ৮৮ ম্যাচে ১৬.৮২ গড় ও ৫.৭১ ইকোনমিতে এক’শ উইকেট নাহিদার। দুবার তিনি পেয়েছেন পাঁচ উইকেট। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুইয়ে আছেন সালমা খাতুন। ৭৫ উইকেট নিয়ে তিনে আছেন রুমানা আহমেদ। এরপর জাহানারা ৫৮ ও ফাহিমা খাতুন ৫০ উইকেট নিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়