নিজস্ব প্রতিবেদক
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৪২ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টায় শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক। সংগঠনেরসহ সভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি মিলা মাহফুজা, কবি আতিয়ার রহমান, কবি শাহরিয়ার সোহেল ও কবি গাজী শহিদুল ইসলাম। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন রতন, রবিউল হাসান, ভদ্রাবতী বিশ^াস, নূরজাহান আরা নীতি, অরুণ বর্মন, আহম্মেদ মাহাবুব ফারুক, রাজপথিক, এএফএম মোমিন যশোরী, সঞ্জয় নন্দী, অ্যাড. মাহমুদা খানম, শহিদুজ্জামান মিলন, লাবনী খানম, মো. ইরফান আলী, শরীফ হোসেন ধীমান, নজরুল ইসলাম। সভায় বিদ্রোহী সাহিত্য পরিষদের ত্রি বার্ষিক নির্বাচনের লক্ষে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।