৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বেনাপোলে জামাত ইসলামের বিক্ষোভ মিছিল ও গনসমাবেশ

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে ভারতের কটূক্তির প্রতিবাদে বিােভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজের পরে বেনাপোল বাজার বড় মসজিদের সামনে থেকে বিােভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর বিক্ষোভ মিছিলটি বেনাপোল রহমান চেম্বার এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ কওে এবং ধর্ম প্রেমী মুসল্লিরা বক্তব্য রাখেন। ঊক্তারা বলেন আমরা তাওহীদি জনতা আজকে ভারতে বিশ্বনবী (সা.) ও ইসলাম ধর্ম কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এ সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।গোটা বিশ্বের কলিজা হচ্ছে হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীর কেউ যেন আমাদের কলিজা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি না করে এবং পৃথিবীর কেউ যেন আমাদের কলিজাতে হাত না দেয়। বিদেশি কোন ষড়যন্ত্র থেকে ইসলাম ও দীনের বিপে যারা চক্রান্ত করছে তাদের চক্রান্ত যেকোন মূল্যে প্রতিহত করার হুমকি দেন। এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, তৌহিদুজ্জামান, আব্দুস সামাদ প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়