৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কোটচাঁদপুর প্রতিনিধি
শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিপাদ্য কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শনিবার সকালে র‍্যালি ও আলোচনা সভা করেন শিক্ষকরা। কোটচাঁদপুর উপজেলা অফিসার্স ক্লাবে এ আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন,সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল মাওয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফারুক আহাম্মেদ। বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্চয় কুমার,উপজেলা আথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিযার রহমান,বড় কামনসহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবীর হোসেন। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। পরে র‍্যালিটি বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়