১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এবার ট্রাম্পের জনসভায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

প্রতিদিনের ডেস্ক॥
মার্কিন নির্বাচনে এবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলেন বিশ্বের শীর্ষ ধনী সামাজিক যোগযোগ মাধ্যম এক্স এবং জনপ্রিয় ইলেকট্রিক গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। নির্বাচনের ঠিক ৩০ দিন আগে শনিবার পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। প্রথমবারের মতো প্রকাশ্যে জনসমাবেশে তিনি ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহবান জানান। এই বাটলার শহরেই গত ১৩ জুলাই একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। অল্পের জন্য রক্ষা পান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। প্রাণে বেঁচে গেলেও গুলি লেগে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। এসময় ট্রাম্পের এক সমর্থক নিহত হন। এসময় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দু’হাত উচিয়ে “মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দেন। উপস্থিত জনতাকে তিনি বলেন, আমেরিকার গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্পকে আবার জিততে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়