২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে বাঁওড় দখলের পায়তারা ও হুমকি-ধামকির প্রতিবাদ মৎসজীবিদের

জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোরর মণিরামপুরে বাঁওড় দখলের পায়তারা, মিথ্যা সংবাদ পরিবেশন ও হুমকি- ধামকির প্রতিবাদে প্রতিপক্ষের বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে মৎসজীবিরা। রোববার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে খাটুরা বাঁওড় মৎসজীবি সমবায় সমিতির সদস্যরা। লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, আমরা গরীব অসহায় মৎসজীবি মানুষ।বাঁওড়ে মৎস চাষই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই বাঁওড়ে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ আবাদ করা আছে। ইতিমধ্যে, স্থানীয় নজরুল ইসলামসহ একটি কুচক্রীমহল বাঁওড় দখলের পায়তারা, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন ও হুমকি- ধামকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় এ থেকে পরিত্রাণ পেতে সংবাদকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের আশুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে এ সময় স্থানীয় হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, সমিতির সহসভাপতি আব্দুস সাত্তার, মৎস চাষী আব্দুল গফুর, ফজর আলী, তোফাজ্জেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়