৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন তনুজা মণ্ডলহ। সোমবার (৭ অক্টোবর) দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )ও সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনুজা মন্ডল সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় যান। বিকাল সাড়ে তিনটায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনুজা মন্ডলকে কে কালীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কালিগঞ্জ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তনুজা মন্ডল সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনসহ সকলের সহযোগিতা কামনা করেন এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সহ উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ,উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়