২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মুয়াজ্জিনঃ মাকে ফিরে পেতে সন্তানের আকুতি

মাজাহারুল ইসলাম মিথুন,পাইকগাছা
আম্মু তুমি যেখানে থাকো ফিরে আসো। আমরা খুবই কষ্টে আছি। পরকিয়ার জেরে মসজিদের মুয়াজ্জিনের সাথে চলে যাওয়ায় আবেগ জড়িত কন্ঠে কেঁদে কেঁদে এমনি আকুতি মা হারা এক শিশু কন্যার। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি প্রবাসীর স্ত্রী, ২ শিশু কন্যা ও এক ছেলে রেখে প্রবাসে কর্মজীবন কাটাচ্ছে। এর মধ্যে তার স্ত্রীর সাথে পরিচয় হয় পাশ্ববর্তী আশাশুনি উপজেলার বড়দল গ্রামের শওকত গাজীর ছেলে মোতাহার রহমান মিন্টুর (৪০)। খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারের কাপড় ব্যবসায়ী ও একটি মসজিদের মুয়াজ্জিন তিনি। এ ব্যাপারে প্রবাসীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা ফাহমিদা খানম বলে তার মাকে এক হুজুর নিয়ে চলে গেছে। এ সময় সে বার বার কেঁদে কেঁদে আকুতি করে মা তুমি ফিরে এসো। আমরা খুব কষ্টে আছি। এইচএসসি পড়ুয়া কন্যা বলে আমাদের বাড়ীটা মা বাবা বিহীন হাহাকার করছে। আব্বু এ খবর শুনে বিদেশে অসুস্থ হয়ে পড়েছে। আমি থানায় অভিযোগ করেছি। তাতেও কিছুই হচ্ছেনা। অপরদিকে মিন্টুর ফেলে যাওয়া স্ত্রী বলেন,১০ বছরের একটি মেয়ে ও ৪ বছরের ১টি ছেলে সন্তান রেখে আমার স্বামী পরকীয়া করে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এর পর থেকে তার সাথে কোন যোগাযোগ করতে পারছিনা। বাচ্চা দুটি নিয়ে বাপের বাড়ীতে খুব কষ্টে জীবন যাপন করছি। পরকিয়ার জেরে সে আমার উপর অমানষিক নির্যাতন করতো। এছাড়াও সে চলে যাওয়ার পর শ্বাশুড়ি, ননদ ও ননদের জামাই আমাকে অত্যাচার করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে আমি বাচ্চাদের নিয়ে দরিদ্র বাপের বাড়ীতে খুব কষ্টে জীবন যাপন করছি। এ ব্যাপারে পাইকগাছা থানা (উপ-পুলিশ পরিদর্শক) শ্যামা প্রসাদ জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়েছি কিন্তু তাদের সন্ধ্যান না পাওয়ায় এখন পর্যন্ত কোনো কিছু করতে পারিনি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়