জি এম ফারুক আলম, মণিরামপুর
বিএনপি নেতার নাম ব্যবহার করে টিসিবি’র পণ্য উত্তোলন করায় মণিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সচিব কামাল হোসেন এবং সাবেক কাউন্সিলর বাবুলাল চৌধুরীকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু বাদী হয়ে বুধবার যশোরের আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবি আব্দুল গফুর।মামলার বিবরণে দাবী করা হয়েছে, আসামীরা ২০২০ সাল হতে বাদীর নাম, আইডি নম্বর এবং স্বাক্ষর জাল করে টিসিবি’র পন্য উত্তোলন করে আসছেন। সম্প্রতি বিষয়টি ফাঁস হলে মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু এর প্রতিকার ও ন্যায় বিচার দাবী করে আদালতে মামলা দায়ের করেন। বাদীর দাবী, তিনি একজন সম্মানিত ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্য আসামীগণ পরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করে দীর্ঘদিন টিসিবি’র পন্য উত্তোলনের সকল ব্যবস্থা করে নেয়।

