তালা প্রতিনিধি
তালার পল্লীতে অজ্ঞাত এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে তালা থানা পুলিশ।তালা থানার ওসি মোমিনুল ইসলাম পিপিএম জানান,শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার শুভাষিনী ঢালিপাড়া এলাকায় বিলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে এক অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তালা থানা পুলিশ ও পিবিআই এর একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার কওে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে ৮/১০ দিন আগে অজ্ঞাত ওই ব্যাক্তিকে খুন করে লাশ ঝোপের মধ্যে রেখে যাওয়া হয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় ও মৃত্যুর কারন অনুসন্ধানে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের একটি টিম উপস্থিত রয়েছে বলে জানা গেছে।

