১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

অভয়নগরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

অভয়নগর সংবাদদাতা॥
যশোরের অভয়নগর উপজেলায় আড়াপাড়া গ্রাম থেকে গৃহবধু প্রীতি মন্ডলের(২৭) লাশ উদ্ধার করছে পুলিশ। প্রীতি মন্ডলের বাবা উত্তম মন্ডল জানান, আমরা খরব পায় আমাদের মেয়ে মারা গেছে, সাথে সাথে আমরা তার স্বামীর বাড়ি আড়পাড়াতে যায়,যেয়ে দেখি খাটের উপর মেয়ের মরাদেহ পড়ে আছে। পরিবারের লোক থানায় যোগাযোগ করলে আনুমানিক রাত ৩ টার দিকে পুলিশ মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পিতির পরিবারের লোক জন দাবী করছে পরিকল্পিত ভাবে মেয়েকে মেরে পালিয়েছে তার স্বামী সৌমিত্র ধর ও তার পিতা অমর ধর। এমনকী তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্তা ও করেনী তার পরিবার। তারা সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা। খবর নিয়ে জানা যায় বছর ২ আগে পরিবারের অমতে সৌমিত্র ধরের হাত ধরে প্রীতি মন্ডল তাদের বাড়ি চলে যায়। সৌমিত্রের পরিবার নিজেদের দ্বায়িত্বে তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের পর থেকেই সৌমিত্রের পরিবার তাকে মেনে নিতে পারতো না, প্রায় তাদের মধ্য ঝগড়া বিবাদ লেগে খাকতো। নিহতের শাশুড়ি স্বপ্না মন্ডল বলছেন তাদের বৌমা নিজেই গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করছে। নিহতের দাদা হরিনাথ বিশ্বাস বলেন স্বামী ও তার পরিবার মিলে তাদের বোনকে মারছে। মেরে বাড়ি থেকে সবাই পালিয়েছে। এখন মিথ্যা নাটক সাজাচ্ছে গলায় ফাঁস দেওয়ার কথা বলে। অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে,ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোট পেলে প্রকৃত কারণ জানা জাবে মৃত্যুর। মৃত পিতি মন্ডল বর্তমানে অনার্স প্রথম বর্ষে বাংলা বিভাগে যশোর মহিলা কলেজে পড়াশুনা করতেন। উল্লেখ পিতির স্বাসী এক জন বাংলাদেশ সেনাবাহীনিতে কর্মরত। তিনি পুজার ছুটিতে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়