৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে তীর্থ মন্ডল নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু তীর্থ মন্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, তীর্থ বেলা সাড়ে ১১ টার বলাবাড়িয়া গ্রামে বাড়ির পাশে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধান বশতঃ সে বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তার স্বজনরা ওই ডোবা থেকে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়