প্রতিদিনের ডেস্ক
ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে একটি সামরিক পরিবহন বিমান ধ্বংস করেছে বলে কিয়েভ সোমবার জানিয়েছে। বিমানটি সপ্তাহান্তে একটি বিমানঘাঁটিতে অবস্থান করছিল। মস্কোর নিয়ন্ত্রণাধীন এলাকায় ইউক্রেনের আঘাত হানার সর্বশেষ দাবি এটি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, শনি ও রবিবারের মাঝে রাতে ওরেনবার্গ অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে রাশিয়ার টু-১৩৪ পরিবহন বিমানটি ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ‘সোভিয়েত নির্মিত এ বিমানগুলো মূলত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হয়।’ গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে একটি বিমানের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। ইউক্রেন এটিকে একটি অগ্নিসংযোগ হামলা হিসেবে বর্ণনা করলেও আক্রমণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানায়নি। এ ছাড়া মস্কো তাৎক্ষণিকভাবে ইউক্রেনের করা দাবির বিষয়েও কোনো মন্তব্য করেনি। গত কয়েক মাসে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে, যাতে রুশ সামরিক লজিস্টিকব্যবস্থা ব্যাহত করা যায়। অন্যদিকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া শত শত মানুষকে গ্রেপ্তার করেছে, যারা সামরিক, রেলপথ ও অন্যান্য অবকাঠামোতে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত।
সূত্র : এএফপি