১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছার দারিদ্র্য পরিবারের শিপলা পেলেন জিপিএ- ৫

চৌগাছা সংবাদদাতা॥
যশােরের চৌগাছার অদম্য মেধাবী মুখ মা হারা গরীব অসহায় পরিবারের সন্তান শিপলা খাতুন। ঘােষিত এইচএসসি পরীক্ষায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ হতে বানিজ্য শাখায় সে জিপিএ ৫ পেয়েছেন। এসএসসিতে বানিজ্য শাখায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি জেএসসিতে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করে।শিপলা খাতুন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া রামভাদ্রপুর গ্রামের দিনমজুর পিতা নজরুল ইসলামের ছােট মেয়ে। ফলাফল হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিপলা খাতুন। তার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এরপর বিসিএস দিয়ে সে একজন প্রশাসনিক ক্যাডার হয়ে দেশ মাতৃকার সেবার নিজেকে নিয়ােজিত করা, কিন্তু বড় বাধা হচ্ছে অর্থ। শিপলা ও তার পরিবার সকলের কাছ দােয়া প্রার্থনা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়